Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19113319047990_808736055961685_1770553504_nখােলা বাজার২৪।। মঙ্গলবার, ০১ আগস্ট, ২০১৭: এবার শিক্ষক হচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা। চলচ্চিত্রে কিংবা পর্দার গল্প নয়। বাস্তবেই বিশ্ববিদ্যালয়ে এবার তিনি শিক্ষার্থীদের পড়াবেন দিলারা হানিফ পূর্ণিমা। নিজেকে অনেকটাই অনিয়মিত করে ফেলেছেন বড় পর্দায়। ছোটপর্দাতেও আসা যাওয়া কিংবা স্থায়ীত্ব নেই। তবে এবার তাকে শিক্ষক হিসেবে পেতে যাচ্ছে গ্রিন ইউনিভার্সিটির ব্যাসিক কোর্সের শিক্ষার্থীরা।

গ্রিন ইউনিভার্সিটির ফিল্ম-টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া বিভাগে অভিনয় বিষয়ে ক্লাস নেবেন পূর্ণিমা। আজ সোমবার এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর করেছেন পূর্ণিমা। পূর্ণিমা ছাড়াও, অভিনেতা ফেরদৌস, গাজী রাকায়েত, জয়ন্ত চট্টোপাধ্যায়, নাট্যকার আনন জামান।

জানা গেছে, গ্রিন ইউনিভার্সিটিতে খণ্ডকালিন শিক্ষকতা করেন নির্মাতা জাকির হীসেন রাজু। তিনি প্রস্তাব দেন ইউনিভার্সিটিতে কিছু ব্যাসিক কোর্স চালু করতে, কেননা ইন্ডাস্ট্রি শিল্পী সংকট রয়েছে।

এই প্রস্তাবে গ্রিন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কয়েকটি কোর্স চালুর উদ্যোগ নেয়। আর এই কোর্সের অধীনে ক্লাস নেবেন চিত্রনায়িকা পূর্ণিমাসহ অন্যান্যরা।

আজ রাজধানীর গ্রিন ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ বিষয়ে নির্মাতা জাকির হোসেন রাজুর মধুমতি থিয়েটারের সাথে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম-টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া বিভাগের সাথে একটি চুক্তি সাক্ষর হয়েছে। ফিল্ম-টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া বিভাগের পক্ষে সাক্ষর করেন বিভাগটির চেয়ারম্যান ড. মো. আফজাল হোসেন খান ও মধুমতি থিয়েটারের পক্ষে সাক্ষর করেন নির্মাতা রাজু।

উল্লেখ্য, রাজধানীর গ্রিন ইউনিভার্সিটিতে ২০০৩ সালে  ফিল্ম-টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া বিভাগ চালু হয়। এর প্রতিষ্ঠাকালিন চেয়ারম্যান ছিলেন দেশবরেণ্য নাট্যকার আব্দুল্লাহ আল মামুন।