Tue. Oct 14th, 2025
Advertisements

145453Nawaz-Sharif11খােলা বাজার২৪।। রবিবার, ২৭ আগস্ট, ২০১৭: ‘৭১ এর মতো ‘বিভাজনের’ মুখোমুখি হতে পারে পাকিস্তান- এমনই আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বিচার বিভাগের সঙ্গে ক্ষমতাসীন দলের বিরোধ বেড়েই চলেছে বলেও মন্তব্য করেন তিনি। জনগণের ভোটের প্রতি শ্রদ্ধা না দেখালে আবারো ১৯৭১ সালের মতো পরিণতি ভোগ করতে হতে পারে বলেও সাবধাণ বাণী উচ্চারণ করেন সাবেক প্রধানমন্ত্রী। সম্প্রতি লাহোরে আইনজীবীদের এক সম্মেলনে এসব কথা বলেন নওয়াজ।

সম্মেলেন ৬৭ বছর বয়সী নওয়াজ বলেন, আমাকে অযোগ্য ঘোষণার রায় জনগণ মেনে নেয়নি। পাকিস্তানের ইতিহাসে এটি একটি ‘অন্যায্য বিচার’ হিসেবে চিহ্নিত হবে বলেও উল্লেখ করেন তিনি। পদচ্যুত এ প্রধানমন্ত্রী শঙ্কা প্রকাশ করে বলেন, ৭০ বছরের ইতিহাসে দেশের ১৮ জন প্রধানমন্ত্রীর কাউকেই পুরো মেয়াদে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। এ সংস্কৃতি বন্ধ করতে হবে এবং জনগণের ভোটের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যদি ব্যালটের প্রতি শ্রদ্ধা দেখানো না হয়, তবে পাকিস্তান আবারও ১৯৭১ এর পরিস্থিতির মুখোমুখি হবে বলে আমার ভয় হয়। যে ঘটনা দেশকে দ্বিখণ্ডিত করেছিল।

তিনি আরো বলেন, রায়ের পর যদিও আমি সরে গেলেও এটা মেনে নিইনি।

দেশের জনগণও এটা গ্রহণ করেনি। দেশের গণতন্ত্র নষ্ট হয় এমন কর্মকাণ্ড বন্ধ করাই আমার লক্ষ্য।

পাকিস্তানের সেনাবাহিনী দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উল্লেখ করে নওয়াজ বলেন, পাকিস্তানে বেসামরিকদের সর্বোচ্চ মর্যাদার জন্য লড়াই করছেন তিনি এবং যতক্ষণ পর্যন্ত আমার এ লক্ষ্য পূরণ না হচ্ছে ততক্ষণ পিছপা হব না।

উল্লেখ্য, ২৮ জুলাই লাহোরের উচ্চ আদালত নওয়াজকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করেন। পরে তিনি পদত্যাগ করেন। শুধু তাই নয়, নওয়াজ ও তার দলের সদস্যদের বিচার বিভাগের প্রতি কোনো কটু মন্তব্য প্রচারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেন উচ্চ আদালত।