Tue. Oct 14th, 2025
Advertisements

Songghorsho

খােলা বাজার২৪।। রবিবার, ২৭ আগস্ট, ২০১৭: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আদনান বাপ্পি, আনোয়ারুল আজিম শাহিন ও এমইউ সোহেল। এদের মধ্যে আনোয়ারুল আজিম শাহিনের অবস্থা গুরুতর।

জানা যায়, মহিউদ্দিনের অনুসারীরা সকালে সাংগঠনিক কাজ পরিচালনার জন্য কলেজের কমার্স ফ্যাকাল্টিতে যায়। এসময় নাছিরের অনুসারীরা অতর্কিত হামলা চালালে এই সংঘর্ষ বাধে। এসময় মহিউদ্দিন চৌধুরীর অনুসারী দুজন ও নাছিরের অনুসারী একজন আহত হন।

চকবাজার থানার ওসি নুরুল হুদা বলেন, সাবেক মেয়র ও বর্তমান মেয়র অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছে। এদের মধ্যে দুজন সাবেক মেয়রের অপরজন বর্তমান মেয়রের অনুসারী। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।