খােলা বাজার২৪।। রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭: “আমার ফ্যাশন বা স্টাইলকে ফলো করো না।” এমনটাই বলছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। শুক্রবারের ছবির রিলিজের বাজারে তিনি কলকাতায় এলেন একটি ব্র্যান্ডের প্রমোশনে। সেখানে এসেই তিনি এমন কথা বললেন। অনুসরণ করার বারণে কোনও নাক উঁচু ভাব নেই। বরং কৃতীর বার্তায় ছিল নিজের মতো ফ্যাশন ট্রেন্ডি হওয়ার কথা।
পুজো মানেই নিজেকে ফ্যাশন ট্রেন্ডি করে তোলার অন্যতম বড় স্টেজ। আর এই ফ্যাশনের বেশিরভাগ জায়গা জুড়েই থাকেন সেলিব্রিটিরা। তাঁদের ফ্যাসনেবল লুকেই চালিত হয় ফ্যাশনগ্রস্ত জেন ওয়াই। আর সেটা যদি বলিউড ডিভা কৃতি শ্যানন হয় তাহলে ক্ষতি কি ? কৃতি বলছেন দারুন ক্ষতি। আরও একটু বেশি বা কম নয়। তাকে ফলো করলেই হবে নিজের ফ্যাশনের ক্ষতি। সেটাই করা উচিৎ নয়। নিজে যেমন তেমন ভাবেই ফ্যসনেবল উঠুন। এতেই নিজের ফ্যাশন ভালো হবে। এমনটাই অভিমত ‘বরেলি কি বরফি’-র।
অভিনেত্রী নয় মডেল হিসাবেই কৃতির কেরিয়ার শুরু হয়েছিল। তারপর ২০১৪-তে সুযোগ তেলুগু ছবি নেনুকরিনে-তে। তারপরেই সোজা বলিউড। হিরোপান্তি থেকে বরেলি কি বরফি। কৃতি বারবারই প্রসংসিত হয়েছেন। চলছে নতুন ছবির কাজও। এসবের মাঝেই তিনি ঘুরে গেলেন কলকাতায়। করলেন একটি ফ্যাশন ব্র্যান্ডের প্রমোশন। সেখানেই কৃতীর সঙ্গে কথা হয় এর।
বলিউড ডিভার কাছে প্রশ্ন ছিল বাঙালি হলে পুজোর সময়ে নিজেকে কোন লুকে দেখতে পছন্দ করতেন? কৃতি বলেন, “ দুর্গা পুজো বাঙালির। তবে সেখানে যে শুধু বাঙালি লুকেই থাকতে হবে সেটা আমি মনে করি না। কারন বাঙালি, গুজরাতি, দক্ষিনী এই বিষয়টাই আমি বিশ্বাসী নই।”
তিনি আরও বলেন, “এখন সবাই ফ্যশনেবল। আমি নিজেও প্রচণ্ড ফ্যাশনেবল। আমি মনে করি যেকোনো ভাবেই সেটা হওয়া যায়। নির্দিষ্ট কোনও একটা লুকে বা অঞ্চলের সাজে সাজলেই সে ফ্যাশনবেল। না হলেই নয় সেটা হয়না। এটা ভুল ধারনা”।
তিনি মনে করেন পুজোর সময় হলেও শুধু বাঙালি শাড়িতে নয় প্রত্যেকের উচিৎ যে রকম ভাবে নিজেকে দেখতে ভালো লাগবে সেটাই পড়া। কৃতি জানিয়েছেন তিনি কলকাতার পুজো কোনোওদিন দেখেননি। যেটা তাঁর দুর্ভাগ্যও। তবে পুজোর সময় কলকাতায় থাকলে তিনি জিন্স বা টি-শার্টই পড়তেন। কারন এটাতেই তিনি নিজেকে বেশি দেখতে পছন্দ করেন। আর এটাতেই তিনি কমফর্টেবল।
তা বলে তাঁকেই এই পছন্দকেই যে তাঁর কলকাতার ফ্যানেদের ফলো করতে হবে তা একদমই নয়। এর মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়েছেন , “আমাকে একদম ফলো করবেন না। নিজে থাকুন নিজের মতো।” এতেই হবে A-ONE ফ্যাশন।