খােলা বাজার২৪।। রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭: জন্মের পর থেকেই রয়েছে পাপারাজ্জিদের নজরে রয়েছে তৈমুর আলি খান। বারবার ছোটে নবাবের বিভিন্ন মুডের ছবি ফ্রেমবন্দি হয়েছে। এ বছরই প্রথম দুর্গা পূজা দেখবে সে। পূজার সাজগোজে তারও প্রস্তুতি রয়েছে। আর সেটা শেয়ার করলেন স্বয়ং কারিনা কাপুর খান।
কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা যায়, ছেলের জন্য অনেক প্ল্যান রয়েছে কারিনার। প্রথম ফেস্টিভ সিজন, তার প্রিপারেশন তো আলাদা হবেই।
মিস মালিনীর খবর অনুযায়ী, করিনা বলেছেন, ‘আমার মনে হয় পরিবারের সবাই যে এক জায়গায় হব সেটা তৈমুর এনজয় করবে। অনেক জামা গিফট পেয়েছে ও। কিন্তু আমি এ সময়টা ওকে একটু ট্র্যাডিশনাল পোশাকে সাজাব। ও মিষ্টি খেতে খুব ভালোবাসে। এ সময় সম্ভবত অনেক রকম মিষ্টিও এনজয় করবে তৈমুর।’