খােলা বাজার২৪।। রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭: মার্কিন রিয়েলিটি শো এর আবেদনময়ী তারকা কাইলি জেনার প্রথম বারের মতো মা হতে চলেছেন। মাত্র ২০ বছর বয়সী এই তারকা জানান, তার আগমনী সন্তানের বাবা হতে যাচ্ছেন জনপ্রিয় মার্কিন র্যাপার ট্রাভিস স্কট। সম্প্রতি নিজের বাবা হওয়ার খুশির খবরটি ২৫ বছর বয়সী মার্কিন র্যাপার ট্রাভিস ঘোষণা দিয়ে তার বন্ধুদের কাছে প্রকাশ করেন। কাইলি জেনারের মা জানান, তার মেয়ে এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
তবে নতুন সন্তানের আগমনী বার্তা নিয়ে কাইলি জেনার বেশ খুশি। কারণ কাইলি’র স্বপ্ন ছিল, তিনি একজন অল্প বয়সী মা হবেন। তার প্রেমিক র্যাপার ট্রাভিসের কারণে এখন তার সেই স্বপ্ন পুরণ হতে চলেছে। সেই খুশিতে কাইলি জেনার তার জীবনের এই বিশেষ মুহূর্তের কিছু ইতিবাচক বায়োলজিকাল পরিবর্তনের ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছেন।
সূত্র: ডেইলি মেইল।