Tue. Oct 14th, 2025
Advertisements

pm_bdp

খােলা বাজার২৪।। বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭: সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেহে ২৫ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্থানীয় সময় রাত ৮টায় সফল অস্ত্রোপচার হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যাথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়।

সেখানে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং গলব্লাডারে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এসময় প্রধানমন্ত্রীর পাশে তার ছোট বোন শেখ রেহানা এবং ছেলে সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন।

বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল কারিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

সফল অস্ত্রোপচার শেষে একদিন পর প্রধানমন্ত্রী তার আবাসস্থল (place of residence ) এ ফিরে যান। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

চিকিৎসকের পরার্মশ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন। এসময় প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। আগামী ৫ অক্টোবর দেশে ফিরবেন তিনি।