Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খােলা বাজার২৪।।সোমবার, ২ অক্টোবর ২০১৭: মা হওয়ার অভিজ্ঞতা যে কোনো নারীর জন্যই সুখকর অনুভূতি, কিন্তু সব সময় কি শেষতক এই অভিজ্ঞতা সুখকর হয়? নয় মাস পেটে ধারণ করার পর, তাকে যদি হারাতে হয়, এরচেয়ে কষ্টকর অভিজ্ঞতা মায়ের জন্য আর কি-ই বা হতে পারে? এবার সে রকম কষ্টকর অভিজ্ঞতারই মুখোমুখি হতে হলো বলিউড অভিনেত্রী সেলিনা জেটলিকে।

সম্প্রতি দ্বিতীয়বারের মতো জমজ সন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী, দুবাইয়ের এক হাসপাতালে জমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তবে এই আনন্দ খুব বেশি সময় স্থায়ী হয়নি তার। জন্মের পরপরই গুরুতর হার্টের সমস্যার কারণে হারাতে হলো দুই পুত্রের একজনকে।

সন্তানদের নাম আগেই ভেবে রেখেছিলেন তিনি, মৃত সেই সন্তানের নাম রেখেছিলেন শামসের জেটলি হাগ। অন্য পুত্র আর্থার জেটলি হাগ সুস্থ রয়েছে বলে জানা যায়।

সেলিনা এবং তার স্বামী উইনস্টোন ভিরাজ দম্পতির পাঁচ বছরের আরো দুটো জমজ সন্তান রয়েছে।

গতকাল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই অভিনেত্রী লিখেন- ‘ঈশ্বর আমাকে দ্বিতীয়বারের মত জমজ সন্তানের মা হওয়ার সুযোগ দিলেও, এবারের যাত্রা খুব সুখকর হলো না’। মৃত পুত্র শামসের মারা গেলেও আরেক পুত্র আর্থারের মাধ্যমে ঠিকই তাদের মধ্যে বেঁচে থাকবেন বলে জানান তিনি।

মাত্র দুই মাস আগেই নিজের পিতাকে হারিয়েছিলেন সেলিনা; এবার হারালেন পুত্রকে, তাই বলা যায় সময়টা ভালো যাচ্ছে না তার।