Wed. Oct 15th, 2025
Advertisements

bda5মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭: কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১৫০জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতদের উখিয়া ডিগ্রী কলেজে নিয়ে আসা হয়েছে।

কক্সবাজারে উখিয়া কুতুপালং, বালুখালী ও থাইংখালীর নতুন রোহিঙ্গা ক্যাম্পে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য উখিয়া ডিগ্রী কলেজ মাঠে আনা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফরুজুল হক টুটুল এই অভিযানের কথা নিশ্চিত করে জানিয়েছেন, প্রতিটি রোহিঙ্গা শিবিরে গোয়েন্দা নজরদারি আছে। কিছু ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পে রাতের বেলা সন্দেহজনক চলাফেলা করে আসছিলো। রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেড়শতাধিক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই করা হবে।

উখিয়া থানার ওসি (তদন্ত) মো. কায়কিসলু জানিয়েছেন, রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার স্বার্থে ত্রাণ দিতে আসা ব্যক্তিদের আগামীকাল থেকে বিকাল ৫টার মধ্যে ক্যাম্প ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।