Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16খােলা বাজার২৪।। বুধবার, ১১ অক্টোবর, ২০১৭: উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দেখা গেল চিত্রনায়ক নিরবকে। সকালে সেখানের বালুখালি ক্যাম্প পরিদর্শনে যান নিরব। এ সময় নিরবের সঙ্গে ছিলেন সানাউল হক বাবুল নামের একজন ব্যবসায়ী। নিয়মিত ত্রাণ দেওয়ার অংশ হিসেবে এই যাত্রা নিরব তাদের দলে যোগ দেন।

রোহিঙ্গাদের অবস্থা বর্ণনা করে নিরব বলেন, এখানে একেকজনের জীবনের কাহিনি খুবই করুণ। গতকালই এক লাখের মতো রোহিঙ্গা ঢুকেছে শুনলাম। এক বাবা তার শিশুকে কোলে নিয়ে আসছিলেন। পথে সেই শিশু মারা গেলে তাকে রেখেই ফিরতে হয়। এমন অজস্র করুণ কাহিনি রোহিঙ্গা ক্যাম্পে।

নিরব বলেন, আমি সানাউল হক বাবু্ল ভাইয়ের (সিআইপি) সঙ্গে আসছি ক্যাম্পে। ঘুরে বেড়াচ্ছি। তাদের জীবন দেখছি। কাছ থেকে না দেখলে তাদের জীবন উপলব্ধি করা সম্ভব নয়। এদের স্বাভাবিক জীবন যাপনে ফিরিয়ে আনতে প্রচুর সাহায্য ও টাকা প্রয়োজন।

নিরব যে দলের সঙ্গে গেছেন। তাদের পক্ষ থেকে রোহিঙ্গাদের নিয়মিত সহায়তা দেওয়া হচ্ছে বলে তিনি জানান। কিন্তু এতো এতো শরণার্থীদের এসব সহায়তা অপ্রতুল। নিরব এ সময় দেশের সকল সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসার আহবান জানান।