Tue. Sep 16th, 2025
Advertisements

১১ দফা নিয়ে ইসি’র সঙ্গে বসবে আওয়ামী লীগখােলা বাজার২৪। মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭: নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল বুধবার (১৮ অক্টোবর) ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

সংলাপে দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট ১১ দফা প্রস্তাবনা দেয়া হবে।কমিশনের সংলাপসূচি অনুযায়ী ওইদিন বেলা ১১টায় আওয়ামী লীগের সঙ্গে বসার কথা রয়েছে।

গেলো রোববার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সচিবালয়ে সাংবাদিকদের জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) চলমান সংলাপে অংশ নিয়ে তার দল সুনির্দিষ্ট ১১ দফা প্রস্তাবনা দেবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ইসির সঙ্গে সংলাপে অংশ নিয়ে আমরা ১১ দফা সুনির্দিষ্ট প্রস্তাবনা দেব। তবে এসব প্রস্তাবে কী থাকবে, তা এখনই বলবো না।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

গেলো ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধি সঙ্গে সংলাপে বসে ইসি। এরপর ২৪ আগস্ট থেকে কমিশনে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। এ পর্যন্ত ৩৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে ইসি।

আগামী ১৯ অক্টোবর সকাল ১১টায় জাতীয় পার্টি-জেপি ও বিকেল ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সঙ্গে কমিশন সংলাপে বসবে।

এরপর ২২ অক্টোবর নির্বাচন পর্যবেক্ষক, ২৩ অক্টোবর নারী নেত্রী এবং ২৪ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপসূচি নির্ধারণ করেছে ইসি।