Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭: রাজধানীর মিরপুর থানা এলাকা থেকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তার হাতে কথিত ব্লু হোয়েল গেমে আসক্তদের মতো নীল তিমির ছবি আঁকা ছিল।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর থানার কাজীপাড়া মসজিদের পশ্চিম পাশে এক বাসা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম সায়েম (১৬)। সে তার বাবার সঙ্গে ফুটপাতে একটি চায়ের দোকানে কাজ করত।

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সায়েমের লাশ উদ্ধার করেছে। গতকাল রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

এ বিষয়ে নিহত সায়েমের এক বন্ধু মঙ্গলবার সকালে জানায়, সায়েম তাদের সঙ্গে প্রায় প্রতিদিনই ক্রিকেট খেলত। মারা যাওয়ার আগের দিন রাত ১২টার দিকেও সায়েমের সঙ্গে দেখা ও কথা হয়েছে তাদের। সে সময় তাকে দেখে বা কথাবার্তা শুনে কোনো অস্বাভাবিক কিছু মনে হয়নি। সে আরো জানায়, সায়েম বন্ধুদের সঙ্গে সব সময় উৎফুল্ল থাকত। তাকে দেখে কখনোই সন্দেহজনক কিছু মনে হয়নি।

কাজীপাড়ায় সায়েমের বাড়িতে গিয়ে দেখা যায়, নিহতের শোকাহত পরিবারের লোকজন বারবার কান্নায় ভেঙে পড়ছে। তার মা-বাবা কেউই কথা বলার মতো অবস্থায় নেই।