Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭: কল্পনা করুনতো উঁচু কোনো জায়গা থেকে দড়িতে ঝুলে এক সঙ্গে দুই শতাধিক মানুষ ঝাঁপিয়ে পড়ছে। না আত্মহত্যার জন্য না, স্রেফ মজা করার জন্য না। কোনো সিনেমায় না বাস্তবেই ঘটেছে এই ঘটনা।

ব্রাজিলের হতোলান্দিয়ায় ৩০ ফুট উঁচু সেতু থেকে দড়িতে ঝুলে এক সঙ্গে ২৪৫ নারী পুরুষ ঝাঁপিয়ে পড়ে। সেতু থেকে একসঙ্গে লাফিয়ে পড়া দুই শতাধিক মানুষ পেন্ডুলামের মত ঝোলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

এই ঝোলার উদ্দেশ্য একসঙ্গে সবচেয়ে বেশি মানুষ ঝোলার বিশ্বরেকর্ড করা। গিনেস বুকের আগের এই উদ্ভট রেকর্ডটিও একই জায়গায় হয়েছিল, তখন একসঙ্গে ঝুলেছিল ১৪৯ জন। রোপ জাম্পিং বা দড়ি নিয়ে উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ার খেলাটি রোমাঞ্চপ্রত্যাশী মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। নিয়ম হচ্ছে নাইলনের দড়িতে কোনো জায়গায় বেধে উঁচু স্থান থেকে লাফিয়ে পড়া।