Wed. Oct 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ২৯অক্টোবর ২০১৭: দক্ষিণ আফ্রিকা সফরে এখনও সফলতার দেখা পায়নি বাংলাদেশ। টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা।

পাশাপাশি দুই ম্যাচ টি-টোয়েন্টির প্রথমও ২০ রানে হেরে যায় লাল-সবুজের দলটি। আজ শেষ ম্যাচে স্বগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। আর এই শেষ ম্যাচে জয় নিয়েই দেশ ফিরতে চান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

পচেফস্ট্রুমে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘সত্যি কথা বলতে কি, আমাদের এখন এটাই চাওয়া- এই ম্যাচে জয় পাওয়া। এ ছাড়া আর কিছু ভাবছি না। ’

প্রথম টি-টোয়েন্টিতে জয় না পাওয়ার ব্যাপারে টাইগার অধিনায়ক বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের সুযোগ ছিল জয় পাওয়ার। দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত বোলিং আক্রমণের বিপক্ষে আমরা ঘুরে দাঁড়িয়েছিলামও। কিন্তু শেষ দিকে সে ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। তাই সুযোগ হাতছাড়া হয়েছে আমাদের।