খােলা বাজার২৪। সোমবার,৩০ অক্টোবর ২০১৭: গোটা দুনিয়া যেখানে বলিউড বাদশা শাহরুখ খানের জন্য পাগল, সেই বাদশাই নাকি অন্য এক বলিউড অভিনেতার ফ্যান। আর সেই কথা নিজের মুখেই স্বীকার করলেন শাহরুখ খান। জানেন কে সেই অভিনেতা, যার অভিনয়ের এত ভক্ত স্বয়ং বাদশা।
আগামী ৩ নভেম্বর মুক্তি পাচ্ছে পরিচালক অভয় চোপড়ার নতুন ছবি ‘ইত্তেফাক’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, অক্ষয় খান্না, সোনাক্ষী সিনহা। করণ জোহর, গৌরি খানের সঙ্গে ছবির সহ প্রযোজনার দায়িত্বে রয়েছেন শাহরুখ খান।
টাইমস ইন্ডিয়া জানায়, শাহরুখ খান জানিয়েছেন যে, তিনি অক্ষয় খান্নার অভিনয়ের খুব বড় ভক্ত। ‘ইত্তেফাক’ ছবিতে তিনি যে চরিত্রে অভিনয় করেছেন, সেটা তার থেকে ভালো আর কেউ করতে পারতেন না।