Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার,৩১ অক্টোবর ২০১৭: সিনেমার এক্সটা থেকে অভিনয় দক্ষতায় হয়েছেন গুণী অভিনেতা। ভদ্র ও বিনয়ী হিসেবেই বলিউড মহলে তাকে জানে সবাই। তিনি নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি তার আত্মজীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ: এ মেমোর’ বেরিয়েছে। সেখানে তিনি ফাঁস করেছেন ব্যক্তিগত অনেক গোপন কথা।

আত্মজীবনীতে তার সাবেক প্রেমিকা- যাদের কেউ কেউ আবার অভিনেত্রী- তাদের সঙ্গে অন্তরঙ্গতার অনেক বিষয় খোলসা করেছেন নওয়াজ। আর সেসব নিয়েই তোলপাড় বলিউড মহল।

তার সাবেক প্রেমিকারা অভিযোগ করেছেন, বই বিক্রির জন্য অনেক মিথ্যে কাহিনি ফেঁদেছেন এই অভিনেতা। ইতিমধ্যেই মহিলা কমিশনে দায়ের হয়েছে অভিযোগও। বিতর্কে ইতি টানতে তাই শেষে আত্মজীবনীই তুলে নিলেন নওয়াজ।

বইয়ে তিনি জানিয়েছেন, ‘মিস লাভলি’ সিনেমার শ্যুটিংয়ের সময় যে নিহারিকা তাকে ক্যামেরার সামনে চুমু খেতে লজ্জা পেয়েছিলেন, তাকেই কীভাবে কোলে তুলে বেডরুমে নিয়ে গিয়েছিলেন। লিখেছেন প্রথম প্রেমিকা সুনীতা রাজওয়ারের কথাও। অভিযোগ করেছেন, সুনীতার উচ্চাকাঙ্খার জন্যই তাদের প্রেম ভেঙে গিয়েছিল।

এরপর নওয়াজের বিরুদ্ধে ক্ষোভে দাগিয়েছেন নিহারিকা, সুনীতারা। গুণী এ অভিনেতাকে মিথ্যেবাদী বলেছেন তার সাবেক এ প্রেমিকারা। নওয়াজের সঙ্গে প্রেম থাকলেও সেটা যৌনতা পর্যন্ত গড়ায়নি বলে দাবিও করেন নিহারিকা।

সবশেষ নওয়াজের বিরুদ্ধে মহিলা কমিশনে অভিযোগ করেছেন গৌতম গুলাটি নামের এক আইনজীবী। তিনি আবেদন জানিয়েছেন, এ অভিনেতার বিরুদ্ধে প্রকাশ্যে নারীদের সম্মানহানি ও ধর্ষণের অভিযোগ এনে এফআইআর দায়ের করা হোক।

চারদিকের এ সমালোচনা ঝড় নিতে পারেন না নওয়াজ। তার বইয়ের কারণে যারা আঘাত পেয়েছেন সোমবার টুইট করে তাদের কাছে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে নওয়াজ জানিয়ে দিয়েছেন, চারপাশের বিতর্কের জেরে ফিরিয়ে নিচ্ছেন তার আত্মজীবনী।