Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭: চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় বছর দুয়েক আগে ঘোষণা এসেছিল ‘হিরোগিরি’ নামের একটি ছবির। কথা ছিল দিন কয়েকের মধ্যে ছবিটির শুটিং শুরু হবে। আর এই ছবির ক্যামেরার সামনে ভিন্ন লুকে হাজির হবেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। কিন্তু বাস্তবতা হলো এখনো ছবিটির শুটিং শুরু হয়নি। আর কবেইবা ছবিটির শুটিং শুরু হবে? নাকি ঘোষণাতেই শেষ হয়ে গেল ‘হিরোগিরি’? এমন অনেক প্রশ্নই রয়েছে শাকিব খানের ভক্ত-দর্শকদের মাঝে।

তবে মাঝে মধ্যেই নির্মাতা বলেন ‘হিরোগিরি’ নাকি হবে। তবে কবে হবে সেটা ঠিক বলতে পারেন না এই পরিচালক। এখনো ‘হিরোগিরি’র শুটিংয়ে যেতে পারেনি কেনো? এমন এক প্রশ্নের জবাবে এই নির্মাতা সংবাদ মাধ্যমে জানিয়েছেন প্রযোজকের সমস্যার জন্য ছবিটির ভবিষ্যৎ অন্ধকার হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র গো নিউজকে জানিয়েছেন, ‘‘হিরোগিরি’ প্রযোজনা করার কথা ছিল ভার্সেটাইল মিডিয়ার। ছবিটির ঘোষণা দেওয়ার পর এই প্রতিষ্ঠানের কর্ণধার আরশাদ আদনান বেশ কিছু ঝামেলায় জড়িয়ে পড়েন।

তখন ‘হিরোগিরি’সহ এই প্রতিষ্ঠানের আরো বেশ কয়েকটি প্রজেক্ট বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়া প্রজেক্টগুলো কবে নাগাদ চালু হতে পারে; সেটা পরিচালক কেনো? স্বয়ং ওই প্রতিষ্ঠানের কর্ণধার আরশাদ আদনানই এখন বলতে পারবেন না।’

‘হিরোগিরি’ নিয়ে নির্মাতার কাছ থেকেও এমনই এক মন্তব্য পাওয়া গেল। দেবাশীষ বিশ্বাস নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘মূলত প্রযোজকের সমস্যার কারণে ছবিটি এখনো করতে পারিনি। কিন্তু গল্প, চিত্রনাট্য সব প্রস্তুত করা আছে। এটি আমার খুবই পছন্দের একটি গল্প। সময়, সুযোগ পেলে অবশ্যই ‘হিরোগিরি’ বানাবো।’