Wed. Oct 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭: রাজধানীর রমনা থানা এলাকার কাকরাইলে মা ও ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় মামলা (নং-১) দায়ের করেন বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাঈনুল ইসলাম।

তিনি জানান, মামলায় আব্দুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমীন মুক্তা, মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

‘এ মামলায় নিহত শামসুন্নাহার করিমের স্বামী আবদুল করিম ও করিমের দ্বিতীয় স্ত্রী মডেল শারমীন মুক্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করছিল।’

গত বুধবার সন্ধ্যায় কাকরাইলের পাইওনিয়র গলির ৭৯/১ নম্বর বাসার গৃহকর্তা আবদুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওনকে (১৯) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ওই রাতে আব্দুল করিম, কজের মেয়ে রাশেদা ও দারোয়ান নোমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।