Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ৪ নভেম্বর, ২০১৭: বাবার বার্থ ডে পার্টির সেলিব্রেশন প্ল্যান মা গৌরীর সঙ্গে মিলে বানিয়েছিল কিং খানের লাডলি সুহানা। পার্টির দিন অবশ্য সমস্ত কিছু দেখভালের জন্য গৌরী সুহানা শাহরুখের আগেই পৌঁছেছিল আলিবাগের বাংলোয়। পরে সেখানে বাদশার বার্থ ডে সেলিব্রেট করতে পৌঁছয় গোটা বলিউড। কে না ছিল না সেই পার্টিতে!

সুজান থান, শ্বেতা বচ্চন, মাহিপ কাপুর, সীমা কাপুর থেকে শুরু করে সেখানে আমন্ত্রিত ছিলেন গৌরীর ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিল অন্যন্যা পান্ডে, সানায়া কাপুর সহ সুহানার বন্ধু-বান্ধবরাও। পার্টিতে পৌঁছন কিং খানের বড় ছেলে আরিয়ানও।

খানা পিনার পাশাপাশি পার্টির দিন তিনটি বাইক নিয়ে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েন শাহরুখ সহ বেশ কয়েকজন। আর সেখানেই ঘটে বিপত্তি। মিড-ডে সূত্রে খবর, তিনটি বাইকে একটিতে শাহরুখের পিছনে বসেছিলেন দীপিকা, অন্যটি সিদ্ধার্থের সঙ্গে ছিলেন আলিয়া, আর আরেকটিতে ভাই আরিয়ানের সঙ্গে ছিল সুহানা।

কোনও ভাবে আরিয়ানে বাইক ব্যালেন্স হারালে পড়ে যায় সুহানা। তার পায়ে চোট লাগে। তরিঘরি শাহরুখ অবশ্য বরফ আনিয়ে সুহানার পায়ে ঘষতে থাকেন। তবে চোট লাগলেও সুহানার পা ভাঙেনি বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই আলিবাগের পার্টি শেষে সকলেই মুম্বইয়ে ফিরেছে গোটা খান পরিবার।