Mon. Aug 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার,৬ নভেম্বর, ২০১৭: কাজের জায়গায় হোক বা বাড়িতে। যেখানেই হেনস্তার মুখে পড়বেন, মুখ খুলবেন। হেনস্তাকারীর নাম প্রকাশ্যে আনবেন। ভয় পাবেন না।” সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়েদের উদ্দেশে এমনই বার্তা দিলেন অভিনেত্রী বিদ্যা বালান।
অক্টোবর মাসের শুরুর দিকে চলচ্চিত্র দুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছিল অস্কারজয়ী হলিউড পরিচালক হার্ভে ওয়েনস্টেইনের যৌন কেলেঙ্কারির ঘটনা। মেয়েদের প্রতি হার্ভের ব্যবহার নিয়ে প্রথম মুখ খুলেছিলেন ‘মিস্টার অ্যান্ড মিসেস’ খ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তার পরেই খুলে যায় প্যানডোরার বাক্স। ঝুলি থেকে বেরিয়ে আসতে থাকে হার্ভের একের পর এক যৌন কুকর্মের কাহিনি। হলিউডের অভিনেত্রীরা বেছে নিয়েছিলেন আমেরিকার প্রথম শ্রেণির দৈনিক ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’। সম্পাদকীয়ের পাতায় এখনও অবধি প্রায় পঞ্চাশ জন অভিনেত্রী মুখ খুলেছেন। যার জেরে চাকরি হারান হার্ভে। ছেড়ে যান তাঁর বউ-ও। মুখ খুলেছিলেন ভারতীয় অভিনেতা ইরফান খান, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও রিচা চাড্ডা। কথা প্রসঙ্গে জানা যায়, হলিউডের মতো একই চিত্র বলিউডেও। নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে ‘কাস্টিং কাউচ’ বিতর্ক। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই এদিনের সাক্ষাৎকারে বিদ্যা বালন স্পষ্ট বললেন, “সময় এসেছে সমাজের ওই দুষ্টু লোকগুলোকে উচিত শিক্ষা দেওয়ার। সুযোগ নিয়ে ওরা মেয়েদের গায়ে হাত দেয়। তাই আর দেরি করবেন না। মুখ খুলুন। বুঝে নিন নিজের অধিকার।” তিনি আরও জানান, হার্ভে কাণ্ডের পরে #MeToo-এই হ্যাশট্যাগে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতা। ফলে মেয়েরা যে কোথাও নিরাপদ নয়, সে ছবিটাও এখন সবার জানা।
বলিউডের ‘মহিলা খান’ হিসেবে পরিচিত বিদ্যা আপাতত ব্যস্ত নিজের পরবর্তী সিনেমা ‘তুমহারি সুলু’-র প্রচারে। তার প্রচারেই তিনি ছুটে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। সিনেমাটিতে বিদ্যার পাশাপাশি দেখা যাবে নেহা ধুপিয়া এবং মুম্বইয়ের বিখ্যাত আরজে মালিস্কাকেও। বিদ্যা জানালেন, মেয়েদের রোজকার যাপনের বহু সমস্যার কথা রয়েছে সিনেমাটিতে। প্রতিটি মেয়ে নিজেকে ‘রিলেট’ করতে পারবে বলেই আশাবাদী অভিনেত্রী। সঙ্গে দর্শকদের উপরি পাওয়া শ্রীদেবীর বিখ্যাত ‘হাওয়া হাওয়াই’ গানটিও। নভেম্বরের ১৭ তারিখ মুক্তি পাবে ‘তুমহারি সুলু’ ছবিটি।

অন্যরকম