Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭: ২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে শুক্রবার। সাতদিন ধরে চলবে এই উৎসব।দেখানো হবে ভারতীয় বিভিন্ন ছবি।যেগুলো ইতিমধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে।উৎসবে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান অভিনীত ছবি ‘বিসর্জন’ও রয়েছে।

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘বিসর্জন’। ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, আবীর চট্টোপাধ্যায় এবং কৌশিক গঙ্গোপাধ্যায় নিজে। এছাড়া আরও বেশি কয়েকটি ছবি দেখানো হবে ২৩তম এ চলচ্চিত্র উৎসবে। আছে মারাঠি ছবি ‘দশক্রিয়া’। পরিচালক সন্দীপ ভালচন্দ্র পাতিল। সেরা মারাঠি ছবির জাতীয় পুরস্কার আছে এই ছবির ঝুলিতে।

তবে এই বছর এই চলচ্চিত্র উৎসবকে ঘিরে ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার অফ বেঙ্গলি সিনেমা’ নামে একটা নতুন বিভাগ খোলা হয়েছে। এখানে প্রদর্শিত হবে ‘বিলের ডাইরি’, ‘বারান্দা’ ও ‘স্মাগ’ বাংলা ছবি তিনটি। তালিকায় আরও রয়েছে অসমীয়া ছবি ‘হান্দুক’। পরিচালক জাইছেং জাই দহুতিয়ার এই ছবি জাতীয় পুরস্কারের পাশাপাশি মুম্বাই চলচ্চিত্র উৎসবেও পেয়েছে গ্র্যান্ড জুরি পুরস্কার।

তামিল ছবি ‘জোকার’ আছে প্রদর্শনের তালিকায়। পরিচালক রাজু মুরুগান। ছবিটি শেষ হয় আসলে ‘জোকার’ কে এই প্রশ্ন তুলে দিয়ে।কোঙ্কনী ছবি ‘কে সেরা সেরা’ রয়েছে তালিকায়। পরিচালক রাজীব শিন্ডে। সেরা কোঙ্কনী ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে এটি। টুলু ভাষায় তৈরি ছবি ‘মাদিপু’দেখানো হবে চলচ্চিত্র উৎসবে। কন্নড় ছবিতে ১৫ বছর ধরে আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন পরিচালক চেতন মুন্ডাডি। তাঁরই ছবি ‘মাদিপু’। মালয়ালী ছবি ‘মাহেশিন্তে প্রতিকরম’ ছবিটি দেখানো হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে। পরিচালক দীলিশ পোথান। এটিও সেরা মালয়ালী ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে। অসমিয়া ছবি ‘মাজ রাতি কেতেকি’ও রয়েছে এ বারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবির তালিকায়। পরিচালক সান্ত্বনা বরদোলই।

তালিকায় রয়েছে বলিউড অভিনেত্রী সোনম কাপুরের ‘নীরজা’ ছবিটিও। পরিচালক রাম মাধবনী। এই ছবিটি সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে। এছাড়াও রয়েছে ‘পেল্লি চপুলু’, ‘রঙ সাইড রাজু’এবং ‘রিসার্ভেশন’নামের ছবি ছবিগুলো।