Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১২ নভেম্বর, ২০১৭: চন্ডিকা হাথুরুসিংহ পদত্যাগ করবেন এমনটা ধারণাই করতে পারেননি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এতে তিনি অবাক হয়েছেন।
কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা সফরেও একসঙ্গে ছিলেন মাশরাফি-হাথুরু। সেখানে দীর্ঘ সময় একসঙ্গে কাটিয়েছেন, কিন্তু তা নাকি ঘূর্ণাক্ষরেও টের পাননি এই অভিজ্ঞ পেসার।
তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা সফরে প্রায় দুই সপ্তাহ একসঙ্গে ছিলাম আমরা। অনেক কথা হয়েছে, একসঙ্গে অনেক কাজ করেছি আমরা। কিন্তু তখন মোটেও বুঝতে পারিনি। আমি ধারণাই করতে পারিনি যে তিনি পদত্যাগ করবেন। এ ব্যাপারে আমি কিছুই জানতাম না।
মাশরাফি বলেন, আমি জানি না শেষ পর্যন্ত কী হবে। কোচের ব্যাপারে বিসিবি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। যদি নতুন কাউকে নেওয়া হয়, নিশ্চয়ই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে বিসিবি।`
হাথুরুর অধীনে ও মাশরাফির নেতৃত্বে ঘরের মাঠে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জিতেছে লাল-সবুজের দল। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে সিরিজ জয়, বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালসহ টেস্টে প্রথমবারের মতো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ দলকে এই সব দারুণ সাফল্য এনে দেওয়ায় দ্বিতীয় মেয়াদে ২০১৯ সাল চুক্তি করা হয়েছিল হাথুরুর সঙ্গে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার প্রায় দেড় বছর আগে সরে দাঁড়াচ্ছেন তিনি। শোনা যাচ্ছে তিনি শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হতে পারেন। শ্রীলঙ্কান সংবাদমাধ্যমের খবর, তার সঙ্গে নাকি চুক্তি প্রায় নিশ্চিত।