Wed. Oct 15th, 2025
Advertisements

শৈলকুপা (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা: আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এবারের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে সনাতনীদের পাশে থাকব বলে আশ্বাস প্রদান করেছেন এ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ১০টার সময় নিজ জেলা ঝিনাইদহের শৈলকূপার বিজুলীয়া সার্বজনীন দুর্গামন্দিরে সনাতনীদের দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এবারের শারদীয় দুর্গোৎসবে যদি কেউ কোনো প্রকার ব্যাগড়া দেয় তাহলে তার বিরুদ্ধে সরকারিবাবে ব্যাবস্থা নেয়া হবে। আমি এখানে এসেছি এই শৈলকূপার সংখ্যালঘু সম্প্রদাযয়ের মানুষ যে গত এক বছরে শান্তিপূর্ণভাবে বসবাস করছে তা স্বচক্ষে দেখার জন্য।

তিনি আগত সনাতনীদের উদ্দেশ্যে প্রথমেই প্রশ্ন করেন, এই দূর্গোৎসব পালনে কোন সমস্যা হচ্ছে কিনা ? সবাই সমস্বরে বলে ওঠের না । সবখানে প্রশাসনিক, রাজনৈতিক এবং সামাজিকভাবে সর্বোচ্চ সতর্কতার সাথে উদ্দোগ গ্রহণ করেছি । ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে বাধা প্রদান করলে যে কেউ জাতীয় দুশমন হিসেবে চিহ্নিত হবে । কেউ যদি এসে রাতের অন্ধকারে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে, তবে সকল মন্দিরে সিসি টিভি লাাগনো আছে । আমরা যেকোন মূল্যে এই বাংলাদেশকে সবার বাংলাদেশ হিসেবে দেখতে চাই ।

তিনি তার বক্তব্যে বলেন, ধর্ম যার যার উৎসব সবার । সাম্প্রদায়িক অশান্তি বা দাঙ্গা সৃষ্টির চেষ্টা করলে আমরা তা কঠোর হস্তে দমন করবো ।

সে সময় স্থানীয় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে  পূজা কমিটিকে আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন মন্দির থেকে আগত কমিটির সবাপতি, সাধারণ সম্পাদকসহ শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।