Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১২ নভেম্বর, ২০১৭: এফডিসিতে নির্মিত কাজী শুভ’র নতুন গান ‘সুন্দরী’র মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। এটি ভিজুয়্যালাইজারের ব্যানারে নির্মিত হয়েছে।

গানটিতে পারফর্ম করেছেন নতুন প্রজন্মের টিভি অভিনেত্রী মুমতাহিনা টয়া। তার সঙ্গে কাজী শুভকেও দেখা যাবে।
রবিউল ইসলামের জীবনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কাজী শুভ নিজেই।গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘সুন্দরী গানটিতে শ্রোতা দর্শকরা নতুন এক কাজী শুভকে খুঁজে পাবেন। একেবারে ভিন্ন ধারার গান এটি। গানের সঙ্গে মিল রেখে জাকমজকপূর্ণ ভিডিও তৈরি করা হয়েছে। আশাকরি গানটি দর্শক শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। সেই সঙ্গে ভিডিওটিও প্রশংসিত হবে।’

টয়া বলেন,‘ কিছু কিছু কাজ রয়েছে যেগুলো শুরুতেই বলা যায় কতটা দর্শক প্রিয়তা পাবে। এ গানটি তেমনই একটি গান। আমার ক্যারিয়ারের অন্যতম ভালো কাজ এটি। গানটির সঙ্গে নেচে আমারও দারুণ লেগেছে। যে কোন উৎসবে বাজানোর মতো একটি গান। ভিডিও নির্মাণে আয়োজনের দিক থেকে কোন অংশে কম ছিলনা। গানের পাশাপাশি ভিডিওটি অসাধারণ হয়েছে। এখন দর্শক শ্রোতারা যে ধরনের গান ও ভিডিও চান এটি সে চাহিদা পূরণ করতে পারবে বলে আমার বিশ্বাস।’