Tue. Oct 14th, 2025
Advertisements

ঘোষণা ছাড়াই ৫ হাজার ডলার পরিমাণ মুদ্রা সঙ্গে রাখা যাবেখােলা বাজার২৪। মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭: বাংলাদেশের নাগরিকরা এখন থেকে কোনো রকম ঘোষণা ছাড়াই পাঁচ হাজার মার্কিন ডলার পরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে রাখতে পারবেন।

গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি কর‍ার পর তা বৈদেশিক মুদ্রায় লেনদেন করা সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

নতুন এ প্রজ্ঞাপন জারির জন্য বৈদেশিক মুদ্রার ঘোষণা ফরমেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

সংশোধিত এফএমজে (ফরেন মানি অ্যান্ড জুয়েলারি) ফরমে বলা হয়েছে, কোনো ঘোষণা প্রদান ছাড়াই প্রবাসী বাংলাদেশি নাগরিকরা এখন থেকে অনধিক পাঁচ হাজার মার্কিন ডলার সঙ্গে রাখতে পারবেন। পাশাপাশি বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার সময়ও এই পরিমাণ অর্থ বহন করতে পারবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাঁচ হাজার মার্কিন ডলার পরিমাণের বেশি যেকোনো অংক প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে বাংলাদেশে আগমনের ৩০ দিনের মধ্যে টাকায় ভাঙাতে হবে। অথবা প্রযোজ্য ধরনের বৈদেশিক মুদ্রা হিসাবে জমা করতে হবে। তবে দেশে আনা বৈদেশিক মুদ্রার পরিমাণ ৫ হাজার ডলারের মধ্যে থাকলে তা যে কোনো সময় টাকায় ভাঙানো যাবে, অথবা বৈদেশিক মুদ্রা হিসাবে জমা করতে পারবেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, শুল্ক কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে ঘোষণা দিয়ে যে কোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আসার সময় সঙ্গে আনা যাবে। তবে সঙ্গে করে আনা বৈদেশিক মুদ্রার পরিমাণ অনধিক পাঁচ হাজার মার্কিন ডলার বা সমতুল্য হলে শুল্ক কর্তৃপক্ষের কাছে ঘোষণা প্রদান আবশ্যক হবে না।

বিদেশিদের ক্ষেত্রেও ঘোষণা দিয়ে আনা সমুদয় বৈদেশিক মুদ্রা এবং ঘোষণা ছাড়া আনা অনধিক পাঁচ হাজার ডলার বাংলাদেশ ত্যাগকালে অবাধে প্রত্যাবাসনযোগ্য হবে।

গত ১৬ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, ১০ হাজার টাকা পর্যন্ত বাংলাদেশি কারেন্সি বিদেশে নেওয়া যাবে। আবার বিদেশ থেকে বাংলাদেশে আসার সময় যে কেউ বাংলাদেশি কারেন্সি ১০ হাজার টাকা পর্যন্ত বহন করতে পারবেন। বাংলাদেশি মুদ্রার বাইরে ব্যক্তিগত বা ব্যবসায়িক ভ্রমণ, চিকিৎসা, শিক্ষাগ্রহণসহ সব ধরনের বিদেশ ভ্রমণে একবারে সর্বোচ্চ নগদ পাঁচ হাজার ডলার নেওয়ার সুযোগ রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা আছে, একজন ব্যক্তি বিদেশ ভ্রমণের উদ্দেশে বছরে সর্বোচ্চ ১২ হাজার ইউএস ডলার পর্যন্ত ব্যাংক থেকে তুলতে পারবেন। এরমধ্যে সার্কভুক্ত দেশগুলোতে পাঁচ হাজার ডলার এবং সার্কের বাইরের দেশগুলোতে ভ্রমণের জন্য সাত হাজার ডলার পর্যন্ত তুলতে পারবেন।

সূত্র: ইত্তেফাক