Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০১৭: নাটক দেখার প্রতি দর্শকদের আগ্রহ বেড়েছে বলে মনে করেন তরুণ প্রজন্মের অভিনেতা নিলয়।

তিনি বলেন, এখন অনেক নির্মাতাকে দেখছি ভালো নাটক নির্মাণের পরিকল্পনা করেন। নির্মাণের ক্ষেত্রে গল্প ও চরিত্র সব কিছুতে বৈচিত্র্য রাখার চেষ্টা করছেন। চ্যানেলগুলোও আগের চেয়ে বর্তমানে ভালো নাটক প্রচারের প্রতি আগ্রহী হয়েছে। চ্যানেলে বিভিন্ন ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসেবে নির্মাতাদের কাছ থেকে এমনটাই শুনছি। এভাবে সবাই এগিয়ে আসলে নাটকের পরিবর্তন সম্ভব বলে আমি মনে করি।

একাধিক ধারাবাহিক ও খণ্ড নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে তার অভিনীত মনিরুজ্জামান মনিরের ‘শূন্যতায়’, শাহাদাত হোসেন সুজনের ‘মুখোশ’, কায়সার আহমেদের ‘মহাগুরু ও রূপালী প্রান্তর’, এবং সৈয়দ শাকিলের ‘উল্টো স্রোত’। এছাড়া সম্প্রতি সাখাওয়াত মানিকের তিনটি খণ্ড নাটকে কাজ করেছেন নিলয়। নাটক তিনটি হলো ‘মেঘ বৃষ্টি এক টুকরো সূর্য’, ‘আকাশ গঙ্গা’ ও ‘আয়ার’।