Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭: আজ রেডিও আমার ৮৮.৪ এফএমে সঞ্জীব’দার গান বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লাইভ অনুষ্ঠানে গাইবে গানকবি। জনপ্রিয় থিয়েট্রিকাল ফোক ব্যান্ড ‘গান কবি’ এসময় উপস্থিত থাকবেন। সঞ্জীব’দার গান নিয়ে রেডিও ৮৮.৪ এফএমে টানা দু’ঘন্টা মাতিয়ে রাখবে গানকবি।

ভাওয়াইয়া, ভাটিয়ালি, লালন, হাছন, জারী, সারী, মুর্শিদী, মাইজভা-ারিসহ প্রায় সকল লোক গান তাঁদের গলায় আমাদের নতুন প্রজন্মের কাছে ভিন্ন স্বাদে পৌঁছে দিচ্ছেন ‘গান কবি’। গানকবি দলের সদস্যরা হলেন সাহস মোস্তাফিজ, সুদীপ্ত শাহীন, আকাশ গায়েন,পিয়াস পার্কাশন, ইশতিয়াক অভি এবং গানকবির নতুন সদস্য ম্যাক সোহান ।