Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭: নির্মিত হলো কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে বিটিভির বিশেষ নাটক ‘প্রাগৈতিহাসিক’। এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু।

মাহফুজার রহমানের প্রযোজনায় এতে ফারজানা ছবি, আহমেদ রুবেল, নরেশ ভূঁইয়া, জয়রাজ প্রমুখ অভিনয় করেছেন।

ফারজানা ছবি বলেন, ‘প্রাগৈতিহাসিক’ আমার স্বপ্নের কাজ। ছোটবেলা থেকেই এ গল্পটি আমার অন্যতম প্রিয় একটি গল্প। পাঁচী চরিত্রে অভিনয় করার সাধ অনেক দিন থেকেই ছিল। এমন একটি চরিত্রে কাজের সুযোগ করে দেওয়ার জন্য নির্মাতাকে ধন্যবাদ।

আগামী ২১ নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর নাটকটি বিটিভিতে প্রচারিত হবে।