Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭:অনেকদিন পর বিজ্ঞাপনের মডেল হলেন চিত্রনায়িকা মৌসুমী। সোমবার রাজধানীর কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ হয়েছে।

নতুন এ বিজ্ঞাপনটি প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এখন তো সিনেমা আর সংসার নিয়েই ব্যস্ত থাকছি। এর বাইরে মাঝে মাঝে স্ক্রিপ্ট পছন্দ হলে বিজ্ঞাপনেরও শুটিং করছি। নতুন এ বিজ্ঞাপনটি স্ক্রিপ্ট আমার ভালো লেগেছে। মনে হয়েছে আমার সঙ্গে চরিত্রটি যায়।তাই করলাম। নির্মাতাও বেশ অভিজ্ঞ। বেশ আয়োজন করে বিজ্ঞাপনটি নির্মাণ করলেন তিনি। আশা করি বিজ্ঞাপনটি অন্যান্য বিজ্ঞাপনের মতো দর্শকদের বিরক্তের কারণ হবে না।’

এরফান সুপার চিনিগুড়া চালের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে ডট থ্রি প্রোডাকশন হাউসের ব্যানারে মৌসুমী এতে অভিনয় করেন। এটি নির্মাণ করেছেন বিজ্ঞাপন নির্মাতা মেহেদি হাসিব। যিনি এর আগে মৌসুমীকে নিয়ে এলাচি বিস্কুট এর বিজ্ঞাপন, বাচ্চাদের জন্য হলিউডের মারভেল কমিক্স সিরিজের বিখ্যাত অ্যানিমেশন চরিত্র মিনিয়ন এবং ক্যাপ্টেন আমেরিকা নিয়ে বিজ্ঞাপন নির্মাণ করেছিলেন।

শিগিগরই বিজ্ঞাপনটি টিভি চ্যানেলে প্রচারিত হবে।