Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭:আমাদের একজন অলরাউন্ডার নেতা আছেন। তিনি জাসদ করেছেন, তিনি এখন আওয়ামী লীগ করেন। তিনি মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয়ের; কিন্তু দাবড়ে বেড়ান সড়ক পরিবহন। শুধু নৌ বা সড়ক নয়; যখন যেখানে সঙ্কট, সেখানেই তিনি হাজির। সঙ্কটের সময় গার্মেন্টস খাতের নেতৃত্ব নিজ থেকেই কাঁধে তুলে নেন। এখন দেশের সবচেয়ে বড় সঙ্কট ব্যাংক খাতে। লুটপাটে অস্থির সরকারি, এমনকি বেসরকারি ব্যাংকও। আবারও ত্রাণকর্তা হিসেবে হাজির ওয়ান অ্যান্ড অনলি শাজাহান খান।

আল্লাহ বাংলাদেশের ব্যাংকিং খাতকে তুমি রক্ষা করো

লেখাটি লেখকের ফেসবুক থেকে নেয়া।