Wed. Oct 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার , ২৪ নভেম্বর, ২০১৭: সিলেট ও ঢাকার প্রথম পর্ব শেষে চট্টগ্রামে এসে পৌঁছেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বন্দর নগরীতে শুক্রবার প্রথম ম্যাচে মোকাবেলা করবে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স ও মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। দুই দলই ঢাকায় নিজেদের শেষ রাউন্ডের দুটি ম্যাচেই জয় পেয়েছে। জয়ের ধারায় থাকতে চায় দুটি দলই। সে লক্ষ্যে টস জিতে ফিল্ডিং নিয়েছে রংপুর রাইডার্স।

রংপুর নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর টানা তিনটি ম্যাচ হেরে কোণঠাসা হয়ে পরেছিল। তবে এরপর টানা দুটি জয় তুলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দলটি। সিলেট সিক্সার্সকে হারানোর পর নাটকীয়ভাবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছে তারা। ৬ ম্যাচে দলটির সংগ্রহ ৬ পয়েন্ট। নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল খুলনাও। তবে এরপর টানা দুটি জয় তুলে নেয় তারা। মাঝে ঢাকার বিপক্ষে হারার পর বৃষ্টির কারণে চিটাগংয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে দলটি। এরপর আবার টানা দুটি জয় পায় তারা। ৭ ম্যাচে দলটির সংগ্রহ ৯ পয়েন্ট।