Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার , ২৭ নভেম্বর, ২০১৭: ২০১৭ সালের মিস ইউনিভার্স খেতাব জিতলেন দক্ষিণ আফ্রিকার ডেমি লেই নেল পিটার্স। ২২ বছর বয়সী ডেমি লেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বাসিন্দা। তিনি ২০১৭ সালে মিস সাউথ আফ্রিকা খেতাবও জেতেন। রবিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৯২ জন প্রতিযোগীকে পেছনে ফেলে জয়ী হন ২২ বছর বয়সী পিটার্স।

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় শুরু থেকেই সবার নজর কেড়ে নিয়েছিলেন ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার নেল পিটারস। শুধু সৌন্দর্যই নয়, নিজের মেধা এবং বুদ্ধি দিয়ে প্রথম থেকেই মিস ইউনিভার্স দর্শকদের মন জয় করেন তিনি। নারীদের আত্মরক্ষার বিষয়ে ডেমি লেই নেল পিটারসের ভীষণ আগ্রহ। তার ইচ্ছা, নারীদেরকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেয়ার।

১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকায় জন্ম হলেও, পরবর্তীতে নিউইয়র্কের বাসিন্দা হন ডেমি লেই। নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্টে লেখাপড়া করেন তিনি। মডেলিং এর মাধ্যমে গ্ল্যামার জগতে পা রেখেন। এর আগে, মিস সাউথ আফ্রিকা খেতাবও জয় করেন পিটার্স। এ বছর একই সাথে মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স দুই প্রতিযোগিতায়ই দক্ষিণ আফ্রিকার হয়ে লড়ার টিকেট পান তিনি।

১৯৭৮ সালের পর এবারই প্রথম দক্ষিণ আফ্রিকার কোন প্রতিযোগী এই খেতাব জিতলেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৬৬তম আসরে প্রথম রানার-আপ হয়েছেন কলম্বিয়ান সুন্দরী লরা গনজালেজ। আর দ্বিতীয় রানার-আপ হয়েছেন জ্যামাইকান সুন্দরী ডেভিনা বেনেট। সূত্র: ডিবিসি নিউজ।