Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭: ইমরান মানেই চমক। তবে এবার চমকের পরিমাণটা একটু বেশিই!

সম্প্রতি একটি নতুন গানের মিউজিক ভিডিওয়ের কাজ শেষ করলেন এ গায়ক। গীতিকবি জুলফিকার রাসেলের লেখা ‘লাগে বুকে লাগে’ শিরোনামের এ গানে থাকছে একাধিক চমক। গানটিতে তার সহশিল্পী হিসেবে আছেন ভারতের অন্বেষা দত্ত। প্রথমবারের মতো একসঙ্গে গাইলেন তারা দু’জন। অন্যদিকে ভিডিওতে ইমরানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করলেন টিভি প্রিয়মুখ নাদিয়া খানম নদী।

এ বিষয়ে ইমরান বলেন, ‘‘লাগে বুকে লাগে’ একটি আবেদনের গান। গানের কথায় জুলফিকার রাসেল ভাই যেমন মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন, তেমনি ভিডিও পরিচালনায় নতুন কিছু দেখিয়েছেন পলক (শাহরিয়ার) ভাই। আর সুর-সংগীত-কণ্ঠে আমার চেষ্টায়ও কমতি ছিলো না। মোটমিলিয়ে এবার চমকের পরিমাণ একটু বেশিই। এই গানে যে আবেদন, আবেগ, অনুভূতি জড়ো হয়েছে- আশা করছি তা দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’’
এদিকে ভারতের কণ্ঠশিল্পী অন্বেষা বলেন, ‘‘কিছু কিছু গানের কথা, সুর আর কম্পোজিশন এমন থাকে যে, এর ভেতরেই ‘লাভ এট ফার্স্ট লিসেনিং’ বিষয়টা থাকে। ‘লাগে বুকে লাগে’ ঠিক এমনই একটি গান। ইমরান আমার খুব পছন্দের একজন শিল্পী। এবার একসঙ্গে গাইলাম।’’

গানটির ভিডিও নির্মাণ করেছে প্রেক্ষাগৃহ। ঢাকার বেশ কয়েকটি মনোরম লোকেশনে চিত্রায়িত ভিডিওটি পরিচালনা করছেন- শাহরিয়ার পলক। এটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ৩০ নভেম্বর। তবে তার আগেই ২৫ নভেম্বর প্রকাশ পেয়েছে একটি টিজার। যেখান থেকে ভালোই সাড়া মিলছে শ্রোতা-দর্শকের।