Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭: হালদা- ছবি মুক্তি ১ ডিসেম্বর। তার আগেই দর্শক আগ্রহের কথা মাথায় নিয়ে ছবির নানা অংশ প্রকাশ করছেন পরিচালক তৌকীর আহমেদ। মাসখানেক আগে ইউটিউবে অবমুক্ত হয় ছবির প্রথম গান ‘নোনা জল’। পরের সপ্তাহে আসে টিজার। পরবর্তী সময়েও ছিল একই ধারাবাহিকতা। এসেছে ছবির দ্বিতীয় গান ‘গম গম লার’।

সেই ধারায় এবার প্রকাশিত হলো ‘প্রেমের আগুন’ নামের নতুন একটি গান।

বুধবার (২৯ নভেম্বর) বিকালে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ‘প্রেমের আগুন’ শিরোনামের এই গান। বরাবরের মতোই গানের কথা, সুর ও সংগীত করেছেন পিন্টু ঘোষ। তার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন সুকন্যা মজুমদার।

২ মিনিট ৩৬ সেকেন্ডের এই গানের দৃশ্যে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তিশা। এর মাঝে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথোপকথন আছে এই দুই শিল্পীর।

‘হালদা’ ছবির গল্প লিখেছেন আজাদ বুলবুল। চিত্রনাট্য ও পরিচালনা তৌকীর আহমেদের। চট্টগ্রামের ঐতিহাসিক হালদা নদী ও সেখানকার প্রান্তিক মানুষের জীবন-বৈচিত্র্যই এর বিষয়বস্তু। দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এই হালদা নদী। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় ও নদীতীরবর্তী মানুষের জীবন প্রবাহ ও জটিলতা তুলে ধরা হয়েছে গল্পে।
ছবিতে জাহিদ হাসানকে দেখা যাবে খলচরিত্রে। মোশাররফ করিম থাকছেন জেলের ভূমিকায়। আর তাদের সঙ্গে নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছেন স্বপ্নবাজ এক তরুণীর ভূমিকায়। এছাড়া আছেন দিলারা জামান, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, রুনা খান প্রমুখ।
ছবিটির পরিবেশক অভি কথাচিত্র। তারা জানায় আগামী শুক্রবার এটি প্রায় ১০০টি হলে মুক্তি পাবে।