Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ০২ডিসেম্বর , ২০১৭: আজ বিশিষ্ট অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার জন্মদিন। জন্মদিন হলেও পুরো দিনটি কাটবে তার ব্যস্ততার মধ্যদিয়ে।

সুবর্ণা মুস্তফা বলেন, ‘ভেবেছিলাম আজকের দিনটি একটু ফ্রি থাকবো, কিন্তু কোন উপায় নেই। ব্যস্ত থাকতেই হচ্ছে প্রতিদিনের নিয়মের মতো। আজ সকালে রেডিও স্বাধীনের একটি ওয়ার্কশপে থাকবো। তারপরও রেডিও ভূমিতে থাকবো কিছুটা সময় ধারা ভাষ্য দেবার জন্য। এরপর বিকেল তিনটা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য প্রথম চলচ্চিত্র দেখা শুরু করবো। এভাবেই কেটে যাবে এবারের জন্মদিন।’

তবে সুবর্ণা মুস্তাফা জানান, সন্ধ্যার পর ঘরোয়াভাবে জন্মদিন উদযাপন করা হবে। এদিকে বিজয়ের মাসে পরপর দুই সপ্তাহে দুটি নতুন চলচ্চিত্র নিয়ে দর্শকের সামনে আসছেন সুবর্ণা মুস্তাফা। বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ এবং মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আঁখি ও তার বন্ধুরা’। ২২ ডিসেম্বর মুক্তি পাবে ‘আঁখি ও তার বন্ধুরা’এবং পরের সপ্তাহে অর্থাৎ ২৯ ডিসেম্বর মুক্তি পাবে ‘গহীন বালুচর’ চলচ্চিত্রটি।

সুবর্ণা মুস্তাফা বলেন,‘গহীন বালুচর এই দেশের চলচ্চিত্রে। এই চলচ্চিত্রে মাটির গন্ধ আছে, পানির ছোঁয়া আছে, ভালো অভিনয় আছে, সুন্দর গানও আছে। সর্বোপরি চমৎকার একটি গল্প আছে গহীন বালুচরে। অন্যদিকে আঁখি ও তার বন্ধুরা ড. মুহম্মদ জায়র ইকবালের গল্প নিয়ে নির্মিত পরিচ্ছন্ন একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্র শিশুদের এবং বড়দের।’