Wed. Oct 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ৪ ডিসেম্বর , ২০১৭:মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ট ট্রাম্পের উপদেষ্টা এবং মেয়ের জামাতা জ্যারেড কুশনার বলেছেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার বিষয়টি নিয়ে মার্কিন নেতা এখনো ভাবছেন এবং চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি।

ধারণা করা হচ্ছে বুধবার (৬ ডিসেম্বর) এ বিষয়ে মি. ট্রাম্প ঘোষণা দিতে পারেন। আর তাহলে নির্বাচনি প্রচারের সময় দেয়া ট্রাম্পের একটি প্রতিশ্রুতি পূরণ হবে। তবে জর্ডান হুঁশিয়ারি দিয়েছে এ ধরণের কোন ঘোষণা দেয়া হলে তা হবে বিপদজনক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মি. সাফাদি বলেছেন, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে জানিয়েছেন, এ ধরণের সিদ্ধান্ত নিলে সেটি আরব ও মুসলিম বিশ্বে ক্ষোভ উস্কে দিবে।

এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ড মাহমুদ আব্বাস এ বিষয়ে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করছেন যাতে মি. ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা না দেন।

সূত্র – বিবিসি বাংলা