Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ৪ ডিসেম্বর , ২০১৭: অর্জুন রামপাল বলিউডে একজন প্রতিষ্ঠিত অভিনেতা। শুধু অভিনতা নন, তিনি প্রযোজক, মডেল এবং টেলিভিশান উপস্থাপনাও করে থাকেন। এই অভিনেতাকে সর্বশেষ ‘ড্যাডি’ সিনেমায় দেখা গিয়েছিল। এবার দর্শকদের জন্য ২০১৮ সালে নতুন সিনেমা নিয়ে অসছেন তিনি। সিনোমর নাম রাখা হয়েছে ‘নাস্তিক’।

তবে অবাক করার বিষয় হলো এই সিনেমায় অর্জুনের সাথে অভিনয় করবেন ‘বাজরাঙ্গী ভাইজান’ সিনেমার শিশু শিল্পী হার্শালি মালহোত্রা ওরফে মুন্নি। জানা যায়, অর্জুনের মেয়ের ভুমিকায় অভিনয় করবেন হার্শালী। মূলত সিনেমাটি একজন মধ্যবয়সী পুরুষ ও একটি ছোট্ট মেয়ের ভ্রমণের ঘটনা নির্ভর।

চলতি বছরের ৯ই ডিসেম্বর থেকে এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। বেশিরভাগ দৃশ্যই ভারতের ঝাড়খন্ডতে ধারণ করা হবে। কিছু দৃশ্য মুম্বাইতেও ধারণ করা হবে বলেও জানা যায়।