Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭: রাজধানীর মগবাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৯৬ বোতল বিদেশি মদ ও ২৬৪ ক্যান বিয়ারসহ দুলাল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে মগবাজার মোড় থেকে দুলালকে আটক করে ডিএনসি’র রমনা সার্কেল।

রমনা সার্কেল পরিদর্শক কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মগবাজারে অভিযান চালানো হয়। এ সময় একটি অ্যালিয়ন গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হলে ওই মাদকদ্রব্য পাওয়া যায়। পরে গাড়ির চালক দুলালকে আটক করা হয়। মাদক ছাড়াও দুলালের কাছ থেকে মাদক কেনাবেচার ৩লাখ ৬১ হাজার টাকা জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, দুলাল একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। সে গাড়িতে করে রাজধানীর বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে থাকে। তার নামে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।