Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭:  রাজধানীর মিরপুরে বিদ্যুস্পৃষ্ট হয়ে জহিরুল ইসলাম (৩০) নামে একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে মিরপুরের কাজীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম কুড়িগ্রামের সদর উপজেলার মোহাম্মদ মকবুল ইসলামের ছেলে।

নিহতের সহকর্মী রুবেল জানায়, সকাল ৮টার দিকে ওই এলাকার আক্তার ফার্নিচারের গলিতে পাইলিংয়ের কাজ করার সময় জহিরুল বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঢামেক ক্যাম্পের এস আই বাচ্চু মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জহিরুলের মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।