Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭: শুধু অভিনয়ই নয়, ক্রীড়াঙ্গনের সঙ্গেও গভীর যোগাযোগ বলিউডের বাদশাহ শাহরুখ খানের। অাবার দানের হাতও বেশ বড় তার। তাই তো অসুস্থ বক্সার কাউর সিংয়ের অসুস্থতার খবরে স্থির থাকতে পারেননি। শনিবার পাঞ্জাবের এই বক্সারের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা অনুদান দিলেন তিনি। ভারতের এই তারকা বক্সারের অসুস্থতার খবর মিডিয়া প্রকাশিত হয়েছিল। মিডিয়ার খবর দেখেই ১৯৮২ সালের এশিয়ান গেমসের সোনা জয়ী বক্সারকে সাহায্য করতে এগিয়ে আসেন তিনি। তার হার্টের চিকিৎসার জন্য বাজার থেকে ২ লাখ টাকা ধার করেছিলেন কাউর সিং। সেই টাকা শোধ করতেই হিমশিম অবস্থা। চিকিৎসার খরচ আসবে কোথা থেকে?

শাহরুখ খান অবশ্য ব্যক্তিগতভাবে এই সাহায্য করেননি। তার আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে এই সাহায্য করা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়াকে শাহরুখ বলেন, ‘ক্রীড়াবিদরা দেশকে সম্মান এনে দেয়। আর তাদের দিকে খেয়াল রাখাটা আমাদের কর্তব্য। কাউর সিং সম্পর্কে শোনার পর আমরা তার পাশে দাঁড়াতে চেয়েছিলাম। আশা করব সবাই তার পাশে দাঁড়াবে। তার দ্রুত আরোগ্য কামনা করি। ‘

নাইট রাইডার্সের পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয় এবং বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকেও সাহায্য দেওয়া হয়েছে কাউর সিংকে। প্রতি মাসে তার চিকিৎসার পেছনে খরচ হয় ৮ হাজার টাকা। মঙ্গলবারই মোহালির হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

পাঞ্জাবের এক গ্রামে ছোট্ট একটি বাড়িতে থাকেন কাউর সিং। তিনিই একমাত্র ভারতীয় যিনি বক্সিং কিং মোহাম্মদ আলির বিপক্ষে প্রদর্শনী ম্যাচে লড়েছিলেন। এত সাহায্যে তিনি আপ্লুত। সবাইকে ধন্যবাদ জানাতে ভোলেননি। বিত্তবানরা চাইলে এমন অনেক জাতীয় সম্পদকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচানো যেতে পারে।