Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭:  সবারই জানা ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ খুব সম্মানজনক একটি পুরস্কার। আমি এই পুরস্কার পেয়ে সত্যিই অভিভূত। ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলির প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি এই ছবির টিম মেম্বারদের ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারি। বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি।

জি সিনে অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার প্রাপ্তির অনুুভূতি প্রকাশ করতে গিয়ে মুম্বই থেকে মানবজমিনকে মুঠোফোনে এমনটাই বললেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এ অভিনেত্রীর বৃহস্পতি এখন তুঙ্গে। দেশের পাশাপাশি কলকাতার ছবি দিয়েও দারুণভাবে সিনেমাপ্রেমীদের হৃদয় জয় করে চলেছেন তিনি। সেসঙ্গে মুঠোবন্দি করছেন একের পর এক পুরস্কার। এবার সে তালিকায় যুক্ত হয়েছে ভারতীয় চলচ্চিত্রের অত্যন্ত সম্মানজনক ‘জি সিনে অ্যায়ার্ডস’। কলকাতার বাংলা ছবি ‘বিসর্জন’-এ দুর্দান্ত অভিনয় সুবাদে এ অ্যাওয়ার্ড পেয়েছেন জয়া। আর

‘বিসর্জন’ পেয়েছে সেরা ছবির পুরস্কার। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ে বিকে গ্রাউন্ডসে জয়ার হাতে পুরস্কার তুলে দেন তামিল ভাষার চলচ্চিত্র নির্মাতা অশ্বিনী তিওয়ারি। প্রসঙ্গত, কলকাতায় এ বছর জয়া আহসানের ব্যাপক প্রশংসিত ছবি ‘বিসর্জন’। এতে জয়া তার দুর্দান্ত অভিনয়শৈলী দেখিয়েছেন। যা এ বছর কলকাতার অন্য কোনো নায়িকা

দেখাতে পারেননি বলে মনে করছেন টলিউডের চলচ্চিত্র সংশ্লিষ্টরা। ‘বিসর্জন’ এ বছর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে। এছাড়া এই সিনেমার জন্য ইন্টারন্যাশনাল বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড (আইবিএফএ) ২০১৭-এর সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান। এদিকে কলকাতার ২০১৭ সালের সেরা ১০ টলিউড অভিনেত্রীর তালিকায় শীর্ষে আছেন জয়া আহসান। সমপ্রতি ভারতের এক অনলাইনের জরিপে শীর্ষে উঠে এসেছে তার নামটি। এরপর ধারাবাহিকভাবে আছেন সোহিনী সরকার, মিমি চক্রবর্তী, স্বস্তিকা মুখার্জি, শুভশ্রী গাঙ্গুলি, রুক্সমিণী মিত্র, পাওলি দাম, তনুশ্রী চক্রবর্তী, কোয়েল মল্লিক ও নুসরাত জাহান।