Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭:  দেখতে দেখতে ৪ বছর পার হলো। চলে গেছেন না ফেরার দেশে। গতকাল ২০ ডিসেম্বর ছিল মঞ্চ নাটকের ‘যুবরাজ’ খ্যাত খালেদ খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী। প্রতিবারের মতো এবারও অনেকটা নীরব-নিভৃতেই কেটে গেলো তার প্রয়াণ দিবস। তাকে স্মরণ করে থিয়েটার পাড়াতে ছিল না যেমন কোনো অয়োজন, তেমনি ছিলেন না প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কোনো খবরেও। মিডিয়াও যেন পুরোপুরি ভুলে বসে অাছে খালেদ খানকে।

অথচ বাংলাদেশের নাট্যাঙ্গনে তিনি ‘যুবরাজ’ নামেই পরিচিত ছিলেন। অার দেশের আপামর দর্শকের কাছে তিনি প্রতিষ্ঠিত হয়ে আছেন ‘হেলাল ভাই’ হিসেবে। বহুল আলোচিত বিটিভির ‘রূপনগর’ ধারাবাহিক নাটকে খালেদ খানের সেই ‘ছিঃ ছিঃ তুমি এত খারাপ’ সংলাপটি যেন এখনো দর্শকের মুখে মুখে শোভা পাচ্ছে।

২০১৪ সালে খালেদ খানের প্রথম মৃত্যুবার্ষিকীতে বেঙ্গল ফাউন্ডেশেন প্রকাশ করে খালেদ খানের ১৮টি কবিতা নিয়ে ‘মেঘ বালিকা’ শিরোনামের একটি কবিতার বই। এরপর গত তিন বছর ধরে কোথাও কোনো অায়োজন ছিল না খালেদ খানের প্রয়াণ দিবস উপলক্ষে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২০ ডিসেম্বর ৫৫ বছর বয়সে না ফেরার দেশে চলে যান খালেদ খান। ১৯৫৮ সালের ৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষাজীবনে ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি কম এবং ১৯৮৩ সালে ফিন্যান্স বিষয়ে এম.কম সম্পন্ন করেন। দীর্ঘ ২৮ বছর নিয়মিত থিয়েটার ও টিভি নাটকে অভিনয় করে শক্তিমান এক অভিনেতায় পরিণত হয়েছিলেন তিনি। বিশেষ করে নব্বই দশকে একাধিক টিভি নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। মঞ্চে তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘দেওয়ান গাজীর কিসসা’, অচলায়তন, নুরালদীনের সারা জীবন, ঈর্ষা, দর্পণ, গ্যালিলিও ও রক্তকরবী।

নাটকে সফলভাবে পথচলার পর পরিচালনাও শুরু করেন খালেদ খান। তার পরিচালিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথের মুক্তধারা, পুতুল খেলা’, কালসন্ধ্যায়, মাস্টার বিল্ডার, ক্ষুদিত পাষাণসহ বেশ কিছু নাটক। ১৯৮১ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে টিভি নাটকে অভিষেক হয় তার। তার অভিনীত প্রথম টিভি নাটক হলো ‘সিঁড়িঘর’।  তার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো এইসব দিনরাত্রী, কোন কাননের ফুল, রূপনগর, মফস্বল সংবাদ। মঞ্চ নাটকে অনবদ্য অবদানের জন্য মোহাম্মদ জাকারিয়া পদক, সেরা অভিনেতা হিসেবে নুরুন্নাহার স্মৃতিপদক, সেরা পরিচালক হিসেবে সিজেএফবি পুরস্কার এবং সেরা টিভি অভিনেতা হিসেবে ‘ইমপ্রেস-অন্যদিন’ পুরস্কার অর্জন করেছিলেন তিনি।