খােলা বাজার২৪। শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭: ভিন্নধর্মী রান্নার জন্য চলতি বছরে বারবার আলোচনায় এসেছেন তারকা রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী। এবার তাকে দেখা যাবে ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘রান্নাঘর’-এ।
জানা গেছে, টেলিভিশন রান্নার অনুষ্ঠানে কেকা ফেরদৌসীর পঁচিশ বছর উদযাপন হতে যাচ্ছে জানুয়ারিতে। এ জন্যই ‘রান্নাঘর’-এর বিশেষ পর্বে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
২৬ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল ৫টায় ‘রান্নাঘর’ প্রচার হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সুদীপ্তা মুখার্জি।
গত পঁচিশ বছরে বিশ্বের প্রায় ৪০টি টেলিভিশনে অনুষ্ঠান করেছেন কেকা ফেরদৌসী। তবে ভারতের অনুষ্ঠানে প্রথমবার অংশ নিচ্ছেন তিনি। এছাড়া পঁচিশ বছর পূর্তিতে আড়ম্বর এক অনুষ্ঠানের আয়োজন করা হবে জানুয়ারিতে।
এ প্রসঙ্গে তিনি বলেন, রান্না নিয়ে আমি গবেষণা করি। এটাই আমার প্যাশন। জি বাংলার অনুষ্ঠানটি নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত। আশা করি ভালো কিছু হবে।
উল্লেখ্য, বর্তমানে একাধিক টিভি শো’তে নিয়মিত দেখা যায় কেকা ফেরদৌসীকে। পাশাপাশি রান্নাবিষয়ক লেখালেখিতে পাওয়া যায় তাকে। বাজারে রয়েছে তার ১৪টি বই। সূত্র: আনন্দ বাজার।