Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭: শীত শুধু মানুষকেই ধরে না মূর্তির ওপর দিয়েও আসে। এমনটাই দাবি করলো ভারতের এক মন্দির কর্তৃপক্ষ। ফলে মূর্তিকে শীত থেকে বাঁচাতে মন্দিরে হিটার স্থাপন করা হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা ‘এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল’ জানায়, উত্তর প্রদেশের ঐতিহাসিক ও ধর্মীয় শহর অযোধ্যার এক মন্দিরে এ হিটার স্থাপন করা হয়। ওই মন্দিরের নাম ‘জানকি ঘাট বাডা সেতান’। মন্দিরের একজন পুরোহিত মহানাত জন্মে জয়শির্ন এ কথা স্বীকার করেছেন যে, মূর্তিকে শীত থেকে বাঁচাতে হিটারের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, অযোধ্যাকে ভগবানের জন্মভ‚মি ও মন্দিরের শহরও বলা হয়ে থাকে। সূত্র : ডন উর্দু