Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭: চাকরিজীবী মেয়ে নুসরাত ফারিয়া। তিনি বাঙালি ছেলেকে বিয়ে করবেন না। এখন প্রশ্ন হলো, তিনি কেন এমন সিদ্ধান্ত নিলেন? আর কেনই বা তার এত ইংরেজপ্রীতি? পাঠক হয়তো এ কথা ভাবছেন। পাঠকদের ধাঁধা কাটানোর জন্য বলছি, আসলে নুসরাত ফারিয়াকে এমন সিদ্ধান্ত নিতে দেখা গেছে ‘ইন্সপেক্টর নটি কে’ সিনেমার ট্রেইলারে।

২৪ ডিসেম্বর ইউটিউবে এই সিনেমার ট্রেইলার প্রকাশ করা হয়। দুই মিনিট ৫৫ সেকেন্ডের ট্রেইলারে নুসরাত ফারিয়াকে সিআইডি অফিসারের চরিত্রে দেখা যায়। অন্য দিকে ওপার বাংলার নায়ক জিতকে বাঙালি পুলিশ অফিসারের চরিত্রে দেখা যায়। ট্রেইলারে রোমান্সের পাশাপাশি কিছু অ্যাকশন দৃশ্যও দেখা গেছে।

নির্মাতাসূত্রে জানা গেছে, আগামী ১৯ জানুয়ারি সিনেমাটি মুক্তি পেতে পারে। ওপার বাংলার নির্মাতা অশোক পাতি পরিচালিত এ সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে ইতালিতে। ভারতেও কিছু অংশের শুটিং হয়েছে। গত ১৮ ডিসেম্বর এ সিনেমার টাইটেল গান ইউটিউবে প্রকাশ করা হয়। রাইজিংবিডি