Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭: মিয়া খলিফা। নাম বললেই চলে, আলাদা করে পরিচয় দেয়ার প্রয়োজন নেই হয়তো। হ্যাঁ, হাস্যজ্জল মুখ, চোখে চশমা পড়–য়া মিয়া খলিফা পশ্চিমা দুনিয়াসহ পুরো বিশ্বেই শীর্ষ পর্ণ তারকা হিসেবে পরিচিত। হঠাৎ করেই খবর রটে, বলিউডের সিনেমায় পারফর্ম করছেন মিয়া খলিফা। এ কান-ও কান করতে করতে খবরটি পৌঁছে যায় মিয়া খলিপার কাছেও। যদিও এই খবরের সত্যতা স্বীকার না করে মিয়া খলিফার ম্যানেজার জানিয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার আপাতত কোনো ইচ্ছেই নেই মিয়া খলিফার।

এদিকে কদিন ধরে ‘চাঙ্কজ টু’ নামের একটি মালায়লাম ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন লেবানিজ পর্ন তারকা মিয়া খলিফা- এরকম একটি খবর প্রকাশিত হচ্ছে ভারতীয় হিন্দি ও ইংরেজি গণমাধ্যমে। খবরে বলা হচ্ছে, ইন্দো-কানাডিয়ান পর্ন তারকা সানি লিওনের পর এবার বলিউডে আসছেন আরেক পর্নোতারকা মিয়া খলিফা। খবরে আরও বলা হয়েছে, মিয়া খলিফার বিষয়ে ছবির পরিচালক ওমর লুলু জানিয়েছেন- আইটেম ডান্সারের পাশাপাশি ছবিতে একটি চরিত্রেও অভিনয় করবেন মিয়া।

এদিকে সত্য মিথ্যা যাচাই না করে ভারতীয় মিডিয়ার মতো বাংলাদেশী মিডিয়াতেও স্থান পেয়েছে মিয়া খলিফার বলিউডে অভিনয়ের খবর।