Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭: আরটিভির প্রতিষ্ঠার ১৩ বছর পদার্পন উপলক্ষে মঙ্গলবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো সানসিল্ক-আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৭। এখানে সঙ্গীতে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা প্রদান করা হয় প্রথিতযশা সঙ্গীতশিল্পী আলম খানকে। অনুষ্ঠানে আলম খানের বর্ণাঢ্য জীবন নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র দেখানোও হয়। পদক গ্রহণ করে আলম খান বলেন, ‘সাধারণত আজীবন সম্মাননা পদক আগে দেয়া হয়। কিন্ত আজকে মুক্তিযুদ্ধ ক্যাটাগরির পদক আগে দেয়া হয়েছে। এটা ভীষণ ভালো লেগেছে আমার। মানুষের জীবনে কিছু মুহূর্ত থাকে স্মরণীয় হয়ে থাকার জন্য। আজকের দিনটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে।’

একনজরে সানসিল্ক-আরটিভি স্টার অ্যাওয়ার্ড- ২০১৭
আজীবন সম্মাননা : আলম খান
মুক্তিযুদ্ধের নাটক
অভিনেতা : আফরান নিশো
শ্রেষ্ঠ অভিনেত্রী : তারিন জাহান
শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র) : আল মামুন ও জিয়াউল হাসান কিসলু
শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) : ডলি জহুর
শ্রেষ্ঠ রচয়িতা : শ্রাবণী ফেরদৌস
শ্রেষ্ঠ পরিচালক : শ্রাবণী ফেরদৌস ও শুভ্র খান

এক ঘন্টার নাটক ও টেলিফিল্ম
শ্রেষ্ঠ অভিনেতা : মোশাররফ করিম ও সিয়াম।
শ্রেষ্ঠ অভিনেত্রী : অপর্ণা ঘোষ
শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র) : ফজলুর রহমান বাবু
শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) : র“না খান
শ্রেষ্ঠ শিশুশিল্পী : আফরিন শিখা রাইসা
শ্রেষ্ঠ রচয়িতা : তাবারক হোসেন ও মেজবাহ উদ্দিন সুমন
শেষ্ঠ : পরিচালক : গোলাম সোহরাব দোদুল।

সঙ্গীত
ইয়াসমিন মুশতারি ও ইয়াকুব আলী
পপুলার চয়েজ বেস্ট সিঙ্গার (ফিমেল) : ঝিলিক
পপুলার চয়েজ বেস্ট সিঙ্গার (মেল) : সাব্বির জামান
বেস্ট সিনিয়ার সিঙ্গার (ফিমেল) : চম্পা বণিক
বেস্ট সিনিয়ার সিঙ্গার (মেল) : মামুন জাহিদ
বেস্ট ব্যান্ড : ডিফারেন্ট টাচ

ধারাবাহিক নাটক
শ্রেষ্ঠ অভিনেতা (কেন্দ্রীয় চরিত্র) : চঞ্চল চৌধুরী ও আনিসুর রহমান মিলন
শ্রেষ্ঠ অভিনেত্রী (কেন্দ্রীয় চরিত্র) : জাকিয়া বারী মম
শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র) : খাইর“ল আলম সবুজ
শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) : ওয়াহিদা মল্লিক জলি
শ্রেষ্ঠ শিশুশিল্পী : শরিফুল
শ্রেষ্ঠ রচয়িতা : সাগর জাহান
শ্রেষ্ঠ পরিচালক : সাগর জাহান।