খােলা বাজার২৪।শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭: বিচার হবে অনন্য মামুনের- গত দুদিন ধরে এরকম কানাঘুষাই চলছিল সিনেমাপাড়ায়। অবশেষে কানাঘুষাই পরিণত হলো বাস্তবে। আদম পাচারের অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনকে আবারও নিষিদ্ধ ঘোষণা করলো বাংলাদেশ চলচ্চিত্র সমিতি।
বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর পরিচালক সমিতির এক জরুরি বৈঠকে অনন্য মামুনের সদস্যপদ সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। শুধু তাই নয়, অভিযোগের সত্যতা মিললে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে উল্লেখ করে গুলজার বলেন, ‘অনন্য মামুন বিদেশের মাটিতে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। ইতোমধ্যে আমরা মালয়েশিয়ান দূতাবাসে প্রকৃত ঘটনা জানার জন্য চিঠিও পাঠিয়েছি। পুরো বিষয়টার সত্যতা জেনে শিগগিরই কঠোর সিদ্ধান্তে যাবো।’
গত ২৪ ডিসেম্বর স্থানীয় সময় রাত ২টায় মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হোটেল থেকে অনন্য মামুনকে আটক করে সেখানকার গোয়েন্দা পুলিশ। বর্তমানে অনন্য মামুন দেশটির পুলিশি হেফাজতেই রয়েছেন। মামুনের এই খবর মিডিয়ায় চাউর হওয়ার পর থেকে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি দেশের সিনেমা এবং মিডিয়াপাড়াতেও তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। চলচ্চিত্রের অনেকেই মামুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য,এর আগে যৌথ-প্রযোজনার নামে প্রতারণা করা এবং জাল সার্টিফিকেট দিয়ে পরিচালক সমিতির সদস্যপদ নেওয়ার অভিযোগে ২০১৫ সালের ২৬ ডিসেম্বর মামুনের সদস্যপদ বাতিল করে চলচ্চিত্র পরিচালক সমিতি। পরবর্তীতে ভুল স্বীকার করে অঙ্গীরনামার মাধ্যমে সেই সদস্যপদ ফিরে পান মামুন। দুই বছরের মাথায় আবারও সমিতির সদস্যপদ হারানোর হুমকির মুখে পড়লেন এই তরুণ নির্মাতা।