Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭: অবশেষে বদলে গেল ইতিহাস বিকৃতির অভিযোগে অভিযুক্ত ভারতীয় মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘পদ্মাবতী’র নাম। চিতোরের রানি পদ্মাবতীকে নিয়ে তৈরি ছবির নাম হবে ‘পদ্মাবত’। বৃহস্পতিবার ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের পর্যবেক্ষক কমিটির বৈঠকে সিনেমার নির্মাতাকে ‘পদ্মাবতী’র নাম পাল্টিয়ে ‘পদ্মাবত’ করার নির্দেশ দেয়া হয়েছে। শুধু তাই নয়, পাশাপাশি ছবিতে আরও কিছু কাটছাঁট করার নির্দেশ দেওয়া হয়েছে। ২৬টি দৃশ্যে কাট-ছাট করার পরামর্শ দিয়েছে নির্মাতা সঞ্জয় লীলা বানসালীকে। নির্মাতাদের তরফে সব শর্তপূরণ হলে তবেই মিলবে চ‚ড়ান্ত সার্টিফিকেশন।
জানা গেছে, সিনেমা বন্ধের দাবিতে হিন্দু সংগঠনগুলোর ক্ষোভের বিষয়টা মাথায় রেখেই এই পরিবর্তনগুলি আনা হয়েছে। তবে আগামী ৫ জানুয়ারি দীপিকার জন্মদিনে সিনেমাটি মুক্তি পেতে পাওয়ার কথা থাকলেও নির্ধারিত তারিখে মুক্তি পাবে কিনা- তার কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ইতিহাসকে বিকৃত করার অভিযোগে ‘পদ্মাবতী’ সরব হয়ে ওঠে। এমন অভিযোগ তুলেই সরব হয়েছিল বিভিন্ন হিন্দু সংগঠনগুলি। রাজস্থানে ছবির শুটিং থেকে কর্ণি সেনার তাণ্ডব শুরু হয়েছিল। তারপর একে একে পোস্টার পুড়িয়ে দেওয়া, সেটে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা সামনে আসে। দেশ জুড়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায় চিতোর দূর্গও। প্রতিবাদের আঁচ গিয়ে পড়ে দীপিকা পাড়ুকোনের উপরও। নায়িকার শিরোশ্ছেদ করার হুমকিও আসে। প্রতিবাদ, বিক্ষোভ থামাতে আসরে নেমেছিলেন পরিচালক স্বয়ং। তিনি জানিয়েছিলেন, ছবিতে ইতিহাসকে বিকৃত করা হয়নি। পাশাপাশি তিনি এও জানান, হুবহু ইতিহাস নির্ভর নয়। বরং সুফি কবি মালিক মহম্মদ জায়সির কবিতা অবলম্বনেই তৈরি হয়েছে ‘পদ্মাবতী’। কিন্তু তাতেও পরিস্থিতি পালটায়নি। উলটে লাগাতার প্রতিবাদে নির্ধারিত দিনে ছবি মুক্তি রুখে দিতে বাধ্য হয় সিবিএফসি।