খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮: হঠাৎ করেই বোল পাল্টিয়ে নতুন সুর তুললেন সিনিয়র চলচ্চিত্র অভিনেতা ফারুক। কদিন আগেই তিনি একসঙ্গে তিনটি সিনেমা নির্মাণ করার ঘোষণা দিয়ে ফারুক বলেছিলেন, ২০১৮ সালের শুরুতেই নিজের প্রযোজনা সংস্থা থেকে ছবিগুলোর কাজ শুরু করবেন, এমনকি তিনটি ছবির গল্প ও স্ক্রিপ্ট তৈরি করা আছে বলে জানিয়েছিলেন তিনি।
কিন্তু নতুন বছরে সেসব সিনেমাগুলোর প্রস্তুতি কিংবা অগ্রগতি জানতে চাইলে পুরনো সিদ্ধান্ত পরিহার করে সিদ্ধান্ত থেকে অনেকটা দূরে সরে যাওয়ার কথা জানালেন ফারুক।
কিন্তু কেন এই সিদ্ধান্তের রদ-বদল? উত্তরে ফারুক বলেন, সরকার সিনেমাহলে প্রজেক্টর না দিলে সিনেমা বানাবো না। আমার নির্মিত সিনেমা অন্যের কর্তৃত্বে কেন চলবে? অন্য মানুষকে প্রজেক্টর ভাড়া দিয়ে ছবি কেন চালাবো? সরকার হলে প্রজেক্টর না দিলে সিনেমা বানাবো না। তাছাড়া সিনেমা হলের পরিবেশ ঠিক করতে হবে। ডিজিটালাজইড, শব্দের উন্নতি, স্ক্রিন পরিবর্তন; এসব কিছু করতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে। এই সামান্য বিষয়টি সরকার চাইলেই সমাধান করতে পারেন।
সরকাররের প্রতি আক্ষেপ করে ফারুক বলেন, সরকারী অনেক লোক, কর্মকর্তারা এ বিষয়ে মনোযোগী হতে চান না। সরকার প্রধানকে চিঠি পাঠালে, সেই চিঠি ঠিকভাবে পৌঁছায় না। যেখানে লাগবে প্রজেক্টর, সেখানে আনা হচ্ছে ক্যামেরা। হলের উন্নতি না করে কবিরপুরে শতাধিক একর জমিতে ফিল্ম সিটি তৈরি হচ্ছে। সেখানে কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে, কেন? এসব করে কী হবে? আর কেন এমন করা হচ্ছে সেটা আমার জানা নেই।-এভাবেই একের পর এক হতাশার কথা বলতে থাকেন ‘সুতরাং’ খ্যাত এই চিত্রনায়ক।